প্রশান্ত মহাসাগরে সলোমন দ্বীপপুঞ্জের কাছে বিশ্বের সবচেয়ে বড় কোরালের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা।
বৃহস্পতিবার ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি জানিয়েছে, কোরালটি ৩২ মিটার লম্বা, ৩৪ মিটার প্রশস্ত।
ধারণা করা হচ্ছে, কোরালটির বয়স প্রায় ৩০০ বছর। এটি প্রধানত বাদামি তবে উজ্জ্বল হলুদ, নীল ও লাল রঙের স্প্ল্যাশ বৈশিষ্ট্যযুক্ত।
এটি এমন একটি কোরাল যার পরিধি ১৮৩ মিটার ও ক্ষুদ্র স্বতন্ত্র প্রাণীর নেটওয়ার্ক দ্বারা গঠিত।
ন্যাশনাল জিওগ্রাফিকের প্রিস্টাইন সিস দলের সদস্যরা এটির সন্ধান পায়। তারা অক্টোবরে দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে একটি গবেষণা জাহাজে করে কাজ করা একদল বিজ্ঞানী।
নতুন আবিষ্কৃত কাঠামোটি একটি স্বতন্ত্র কোরাল, যা শত শত বছর ধরে নিরবচ্ছিন্নভাবে বেড়ে উঠেছে।
জলবায়ু পরিবর্তনের কারণে সাগরে উষ্ণতা বেড়েছে। যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোরাল। অস্ট্রেলিয়ার গ্রেট বেরিয়ার রিফও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তবে সাগরের গভীরে এমন কোরালের সন্ধান পাওয়াকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম