পরিবেশ

বৃষ্টির সম্ভাবনা পাঁচ বিভাগে

দেশের চারটি জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। পাশাপাশি পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। সংস্থাটি জানায়, ফরিদপুর, সিরাজগঞ্জ, ফেনী ও যশোরে এই তাপপ্রবাহ অনুভূত হচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়াও আজ বুধবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ বুধবার সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামীকাল রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১.৭ ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়ায়। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস।


এলএবাংলাটাইমস/আইটিএলএস