ইউরোপ

ফ্রান্সের চলচ্চিত্র পরিচালক ইসাবেলা ম্যাটিক ইসলাম গ্রহণ

ফ্রান্সের চলচ্চিত্র পরিচালক ইসাবেলা ম্যাটিক ইসলাম গ্রহণ করার ঘোষণা দিয়েছেন। প্যারিসে ব্যঙ্গাত্মক ম্যাগাজিন শার্লি এবদুর হামলার ঘটনার মাত্র কয়েক দিন পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি এ অপ্রত্যাশিত ঘোষণা দেন।গত ১১ জানুয়ারি ম্যাটিক তার ফেসবুক পেজে লিখেন, ‘আজ আমি ইসলামের প্রথম স্তম্ভ (কালিমা তাইয়েবা) গ্রহণ করে নিয়েছি: আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সা: তাঁর রাসূল।’ এরপর তিনি আরো কয়েকটি পোস্টে তার এ সিদ্ধান্ত মরক্কোর দৈনিকগুলোতে প্রকাশ করার জন্য মরক্কোর অভিনেতা হিশাম বাহালুলকে ধন্যবাদ জানান।