ইউরোপ

ফ্রান্সে শিথিল হচ্ছে লকডাউন

চলতি সপ্তাহের শেষে কঠোর লকডাউন শিথিল করতে যাচ্ছে ফ্রান্স। মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এমনটি জানিয়েছেন।

টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ম্যাক্রোঁ বলেন, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে পিক স্তর (সর্বোচ্চ সংক্রমণ) পার করেছে ফ্রান্স। বড়দিনের উৎসবে লোকজন পরিবারের সদস্যদের নিয়ে উদযাপন করতে পারবেন।

জানা গেছে, লকডাউন শিথিল হলে ফ্রান্সে অপ্রয়োজনীয় দোকান-পাটগুলো খোলা হবে। তবে বার এবং রেস্টুরেন্ট আগামী ২০ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।

করোনার সংক্রমণ বাড়ায় চলতি মাসের শুরু থেকেই দ্বিতীয় দফায় লকডাউন জারি করেছিল ফ্রান্স সরকার । ফ্রান্সে করোনা মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২২ লাখ ছাড়িয়ে গেছে। দেশটিতে ৫০ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।   এলএবাংলাটাইমস/এলআরটি/ইউ