ইউরোপ

ফ্রান্সে ছুরি হামলায় নারী পুলিশ কর্মকর্তা নিহত

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম প্যারিসের একটি থানায় ছুরি হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

বিবিসির খবরে বলা হয়, ৩৬ বছর বয়সী ওই হামলাকারী বেশ কয়েক বছর আগে তিউনিশিয়া থেকে ফ্রান্সে আসেন। হামলার সময় তিনিও গুলিবিদ্ধ হন এবং হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে এই ছুরি হামলার ঘটনা ঘটেছে। কিন্তু কেন এই হামলা হয়েছে, সেই কারণ জানা সম্ভব হয়নি।

হামলার শিকার হওয়ার সময় ৪৯ বছর বয়সী নারী কর্মকর্তা নিরস্ত্র ছিলেন। তারে ঘাড়ে হামলা করা হয়েছে।

ফরাসি প্রধানমন্ত্রী জঁ ক্যাস্টেক্স ও স্বরাষ্ট্রমন্ত্রী গেরাল্ড ডারমানিন ঘটনাস্থলে ছুটে যান।

  এলএবাংলাটাইমস/এলআরটি/ইউ