ইউরোপ

ফ্রান্সের পতাকার রঙে পরিবর্তন আনলেন ম্যাক্রন

ফ্রান্সের পতাকার রঙে পরিবর্তন আনলেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। হালকা নীলের পরিবর্তে আবারও গাঢ় নেভি ব্লু রঙের পতাকা উড়তে দেখা গেছে এলিসি প্রাসাদে।

১৯৭৬ সালের আগে দেশটিতে গাঢ় রঙের এই পতাকা ব্যবহার করা হলেও প্রেসিডেন্ট গিসকার্ড এ নিয়মে পরিবর্তন আনেন। ফ্রেঞ্চ রেভ্যুলিউশনের স্মৃতি বহনকারী এ রঙেটিকে আবারও পতাকায় ফিরিয়ে এনেছেন ম্যাক্রন। তবে এ পরিবর্তনের ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়া হয়নি।

এমনকি দেশটির অন্যকোন প্রতিষ্ঠানেও নতুন রঙের পতাকার ব্যাপারে কোনো নির্দেশ দেয়নি কর্তৃপক্ষ।   এলএবাংলাটাইমস/এলআরটি/ইউ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]