ইউরোপ

এবার রক্তাক্ত প্যারিস, বারে বন্দুক হামলায় হতাহত ৫

আমেরিকার পর এবার বন্দুকধারীর হামলায় কাঁপল ফ্রান্স। সোমবার রাতে প্যারিসের একটি বারে ঢুকে নির্বিচারে গুলি চালাতে শুরু করে দুই বন্দুকধারী। এ হামলায় একজনের মৃত্যু হয়েছে, আহত অন্তত চার।

এ ঘটনায় একজন সন্দেহভাজনকে হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছে ফ্রান্সের পুলিশ। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

জানা যায়, প্যারিসের ১১ এরনডিসেমেন্ট অঞ্চলে একটি বারে হামলা চালায় বন্দুকধারীরা। ওই অঞ্চলের মেয়র ফ্রাঙ্কইস ভগলিন জানিয়েছেন, এক হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

তিনি জানিয়েছেন, এহেন ঘৃণ্য অপরাধ কেন সংগঠিত হয়েছে, ওই হামলার নেপথ্যে কী কারণ রয়েছে তা এখনো স্পষ্ট নয়।

মেয়র বলেন, ১১ এরনডিসেমেন্টের পপিনকোর্টের চিচা বারে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। ওই ঘটনায় এখনো পর্যন্ত একজন প্রাণ হারিয়েছেন। আহত চার। এক বন্দুকবাজকে গ্রেফতার করা হয়েছে। দ্বিতীয় হামলাকারীকে ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।   এলএবাংলাটাইমস/এলআরটি/ইউ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]