ইউরোপ

পশ্চিমা অস্ত্রে দুর্ভোগ আরও বাড়বে: ক্রেমলিন

ইউক্রেনীয় ভূখণ্ডে রাশিয়ার চলা যুদ্ধের বিরুদ্ধে প্রথম থেকেই কিয়েভকে সামরিক ও মানবিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্যসহ অন্যান্য পশ্চিমা দেশগুলো। এর বিরুদ্ধে বরবারই হুঁশিয়ারি দিচ্ছে মস্কো। এ বিষয়ে ক্রেমলিন আবারও সতর্ক করে বলছে, ইউক্রেনের জন্য পশ্চিমাদের নতুন অস্ত্র পরিস্থিতিকে আরও ‘গভীর’ করে তুলবে। সোমবার (৯ জানুয়ারি) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, কিয়েভে পশ্চিমাদের অস্ত্রের নতুন চালান ইউক্রেনীয় জনগণের দুর্ভোগ বাড়িয়ে তুলবে। অস্ত্র পাঠানোয় যুদ্ধের গতিপথ বদলাবে না। ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে লড়তে পশ্চিমা মিত্রদেশগুলোর কাছে ভারী অস্ত্র চেয়ে আসছে জেলেনস্কির সরকার। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত কয়েক বিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তা দিয়েছে ইউক্রেনকে। শেষ পর্যন্ত কিয়েভের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সূত্র: আল জাজিরা



এলএবাংলাটাইমস/আইটিএলএস