ইউরোপ

শ্রেণিকক্ষে শিক্ষার্থীর ছুরিকাঘাতে শিক্ষকের মৃত্যু

ফ্রান্সে একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে এক শিক্ষক মারা গেছেন বুধবার (২২ জানুয়ারি) ফ্রান্সের দক্ষিণ–পশ্চিমাঞ্চলীয় শহর সেইন্ট–জ্যাঁ–ডি–লুজ শহরে এ ঘটনা ঘটে। হামলার সত্যতা নিশ্চিত করে সরকারের মুখপাত্র জানিয়েছেন, হামলাকারীর বয়স ১৬ বছর। ছুরিকাঘাতের এ ঘটনা ঘটেছে সেইন্ট–থমাস ডি’আঁকা নামক একটি স্কুলে। ঘটনার সময় ৫২ বছর বয়সী ওই নারী শিক্ষক ক্লাসে শিক্ষার্থীদের পড়াচ্ছিলেন। হঠাৎই এক শিক্ষার্থী শ্রেণিকক্ষে ঢুকে ছুরি দিয়ে তাঁকে আঘাত করে। হামলার পরপরই শিক্ষককে ঘটনাস্থলে জরুরি সেবা দেওয়া হয়। এরপরও ঘটনাস্থলে শিক্ষক মারা যান। হামলার পরপরই পুলিশ ও স্থানীয় সরকারি কৌঁসুলিরা ঘটনাস্থলে যান। ঘটনাস্থল থেকে হামলাকারী শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কিশোর ওই শিক্ষার্থী মানসিক সমস্যায় ভুগছিল। তবে এটা ‘সন্ত্রাসী’ হামলা নয় বলে ধারণা করছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এলএবাংলাটাইমস/ওএম