ইউরোপ

রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে ইরান

রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান সুখোই-৩৫ কিনছে ইরান। এ লক্ষ্যে ইতোমধ্যে রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে মধ্যপ্রাচ্যের দেশটি। জাতিসংঘে নিযুক্ত ইরান মিশনকে উদ্ধৃত করে সম্প্রচার মাধ্যম আইআরআইবি এমন তথ্য জানিয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে,জাতিসংঘে ইরান মিশনকে উদ্ধৃত করে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, সুখোই-৩৫ যুদ্ধবিমান কারিগরিভাবে ইরানের কাছে গ্রহণযোগ্য এবং এই যুদ্ধবিমান কেনার জন্য একটি চুক্তি চূড়ান্ত করেছে ইরান। ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার ইরানি ড্রোন ব্যবহার নিয়ে আলোচনার মধ্যেই রাশিয়ার কাছ থেকে ইরানের যুদ্ধবিমান কেনার খবর সামনে এলো। আইআরআইবির প্রতিবেদনে অবশ্য যুদ্ধবিমান ক্রয়ের চুক্তির বিষয়ে রুশ কর্তৃপক্ষের কোনো মন্তব্য ছিল না। তবে জাতিসংঘে নিযুক্ত ইরান মিশন আরও কয়েকটি অজ্ঞাত দেশ থেকেও সামরিক উড়োজাহাজ কেনার বিষয়টি খতিয়ে দেখছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

  এলএবাংলাটাইমস/আইটিএলএস