ইউরোপ

ওয়াগনারে প্রতিদিন যোগ দিচ্ছে ৫ শতাধিক নতুন সেনা

রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার বাহিনীতে প্রতিদিন প্রায় ১ হাজার ২০০ নতুন সেনা যোগ দিচ্ছেন। এমন দাবি করেছেন ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। খবর আলজাজিরার। এক টেলিগ্রাম বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন তিনি। প্রিগোজিন বলেন, আমরা এখন যে ফলাফল পাচ্ছি, তা আশা করিনি। আমাদের এমনও দিন আছে, যেদিন ১ হাজার ২০০ লোক নিয়োগ করি। তবে গড়ে প্রতিদিন ৫০০ থেকে ৮০০ সেনাবাহিনীতে যুক্ত হন। প্রিগোজিন আশা করেন, আগামী মে মাসের মাঝামাঝি সময়ে ওয়াগনার বাহিনীতে যোদ্ধার সংখ্যা ৩০ হাজারে পৌঁছাবে। তিনি আরও বলেন, নতুন সেনাদের শক্তি-সামর্থ্য পুরনোদের চেয়ে বেশি। প্রসঙ্গত, সেনা সংগ্রহের জন্য রাশিয়ার ৪২ শহরে নিয়োগ কেন্দ্র খুলেছিল ওয়াগনার গ্রুপ। ইউক্রেনের বাখমুত শহর দখলে রাশিয়ার হয়ে লড়াই করছে এই ভাড়াটে গোষ্ঠী।

 
এলএবাংলাটাইমস/আইটিএলএস