ইউরোপ

কনিষ্ঠ প্রধানমন্ত্রী সানা মারিনের প্রধানমন্ত্রিত্বের পর এবার সংসারও ভাঙছে

বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে আলোচিত ফিনল্যান্ডের বিদায়ী প্রধানমন্ত্রী সানা মারিনের এবার সংসারও ভাঙছে। দীর্ঘদিন একসঙ্গে কাটিয়ে করোনার সময় ২০২০ সালে বিয়ে করে আরেক দফা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিলেন তিনি। কিন্তু বিয়ের তিন বছরের মাথায় স্বামী-স্ত্রী দু’জনই আদালতে আবেদন করেছেন বিয়ে বিচ্ছেদের। তাঁদের পাঁচ বছরের একটি মেয়ে রয়েছে। খবর গার্ডিয়ানের স্বামী মার্কাস রাইকোনেনের সঙ্গে যৌথভাবে এই আবেদন করেছেন মারিন। তাঁরা জানান, ‘আমরা ১৯ বছর একসঙ্গে আছি। আমরা আগামী দিনেও ভালো বন্ধু হিসেবে থাকব।’ মেরিন এবং তাঁর সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি গত মাসে ফিনল্যান্ডের পার্লামেন্ট নির্বাচনে হেরেছে। ফলে নতুন সরকার গঠন হলেই বিদায় নেবেন তিনি। এখন মেরিন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। ২০১৯ সালে ক্ষমতা গ্রহণ করা মারিন গত বছর এক পার্টিতে যোগ দিয়ে নাচ-গান ও মদ্যপান করেন। এর পর সেই ভিডিও ভাইরাল হলে বিরোধীদের রোষানলে পড়েন তিনি।




এলএবাংলাটাইমস/আইটিএলএস