ইউরোপ

মঙ্গলবার ভোরে কিয়েভে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া

ইউক্রেনের রাজধানী কিয়েভে স্থানীয় সময় মঙ্গলবার ভোরে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহিয়ে পোপকো এক টেলিগ্রামবার্তায় জানান, মঙ্গলবার খুব ভোরে ড্রোন, ক্রুজ ও ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা শুরু হরে রুশ বাহিনী। খবর রয়টার্সের। চলতি মাসে এটা কিয়েভে অষ্টম হামলা রাশিয়ার। কম সময়ের মধ্যে অনেকগুলো মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। তবে ইউক্রেনের দাবি, বেশিরভাগ রুশ ক্ষেপণাস্ত্রই তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। তাৎক্ষনিকভাবে হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। এপ্রিলের শেষ সপ্তাহ থেকে রাশিয়া কিয়েভসহ বিভিন্ন শহরে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। মঙ্গলবার ভোরে কিয়েভ অঞ্চলের অবলনস্কি, শেভচেনকিভস্কি ও দারনিৎস্কি জেলায় হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের মেয়র ভিটালি ক্লিৎস্কো বলেন, রাশিয়ার এ হামলায় বহু ভবন ও প্রাইভেটকারে আগুন ধরে গেছে। এ পর্যন্ত ৩ জন আহত হওয়ার খবর জানা গেছে। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে আবদিভকা শহরের একটি হাসপাতালে সোমবার আঘাত হেনেছে রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র। এতে চারজনের মৃত্যু হয়েছে। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি যখন যুক্তরাজ্য সফরে গিয়ে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন পাওয়ার প্রতিশ্রুতি বাগিয়েছেন, তখনই এ হামলার ঘটনা ঘটে। ইউক্রেনের পুলিশ বাহিনী জানিয়েছে, আবদিভকা শহরে চালানো এই হামলায় ১৩টি স্থানে ৫৭টি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। দোনেৎস্ক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেনকো বলেন, ইউক্রেনের আবদিভকা শহরে ক্ষেপণাস্ত্র হামলায় চারজনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে রাশিয়া এই শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর মধ্যে একটি হাসপাতালে এসে আঘাত লাগে ক্ষেপণাস্ত্রের।

  এলএবাংলাটাইমস/আইটিএলএস