ইউরোপ

আপিলে হারলেন ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সারকোজি

দুর্নীতির দায়ে এক বছরের কারাদণ্ড হয়েছিল ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির। সাজার বিরুদ্ধে তিনি আপিলও করেন। কিন্তু এই আপিলে তিনি হেরে গেছেন। আজ বুধবার স্থানীয় সময় দেশটির আদালত তার আপিল খারিজ করে দেন। উল্লেখ্য, ২০২১ সালে দুর্নীতির দায়ে নিকোলাস সারকোজিকে তিন বছরের কারাদণ্ড দেন প্যারিসের একটি আদালত। এর মধ্যে দুই বছরের সাজা স্থগিত করা হয়। ৬৭ বছর বয়সী নিকোলাস সারকোজি প্রথম সাবেক ফরাসি প্রেসিডেন্ট, যিনি সাজা পেয়েছিলেন।  
এলএবাংলাটাইমস/আইটিএলএস