ইউরোপ

মস্কোর বেশ কয়েকটি ভবনে ড্রোন হামলা হয়েছে: মেয়র

রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে শহরটির বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন। তিনি বলেন, ড্রোন হামলার ফলে মারাত্মক ক্ষতি না হলেও 'ছোট-খাট' ক্ষতির শিকার হয়েছে মস্কো। খবর রয়টার্সের এ ঘটনায় সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিভ বলেন, মস্কোর দিকে যাওয়ার সময় বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়। তবে কারা এসব ড্রোন নিক্ষেপ করেছে তা পুরোপুরি পরিস্কার নয়। তবে ধারণা করা হচ্ছে, ইউক্রেন সেনারা ড্রোন হামলা চালিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোর ভেতরে প্রবেশের সময় কমপক্ষে ১০টি ড্রোন ভূপাতিত করা হয়।

 
এলএবাংলাটাইমস/আইটিএলএস