ইউরোপ

ইউক্রেনের ২৮ ড্রোন ধ্বংস করেছে রাশিয়া

ইউক্রেনের ২৮টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্থানীয় এক কর্মকর্তা আজ মঙ্গলবার বলেছেন, ক্রিমিয়ায় এ ঘটনা ঘটেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রাতে ইউক্রেনের ১৭টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া। আরও ১১টি ড্রোন বৈদ্যুতিক উপায়ে ধ্বংস করা হয়েছে।

ড্রোন ধ্বংস করার সময় কেউ হতাহত হয়নি বলেও জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ক্রিমিয়ায় নিযুক্ত রাশিয়ার গভর্নর সের্গেই আকসইয়োনভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বলেছেন, রাতে ২৮টি ড্রোন বিধ্বস্ত করা হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।

সম্প্রতি কয়েক সপ্তাহে ক্রিমিয়ায় ড্রোন হামলা বেড়েছে। গত রোববার রাতে কার্চ সেতুতে ইউক্রেনীয় বাহিনীর হামলায় এক দম্পতি নিহত ও তাঁদের মেয়ে আহত হয়েছেন। বিস্ফোরকভর্তি চালকবিহীন নৌযান ব্যবহার করে চালানো এ হামলার দায় স্বীকার করেছে কিয়েভ। এর আগেও এ সেতুতে একবার হামলা চালিয়েছিল কিয়েভ। ২০১৪ সালে রাশিয়ার অন্তর্ভুক্ত হয় ক্রিমিয়া। তবে আন্তর্জাতিক সম্প্রদায় এটিকে স্বীকৃতি দেয়নি। কিয়েভ বারবারই ক্রিমিয়া ফিরিয়ে নেওয়ার কথা বলেছে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস