ইউরোপ

ক্রিমিয়ার সামরিক ঘাঁটিতে আগুন

ইউক্রেনের রুশ অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের একটি সামরিক ঘাঁটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে দুই হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে পার্শ্ববর্তী একটি হাইওয়েও বন্ধ করে দেওয়া হয়েছে। আগুন লাগার কোনো কারণ উল্লেখ না করা হলেও রুশ মিডিয়া বলেছে, মঙ্গলবার রাতের আঁধারে ইউক্রেনীয় বিমান হামলার পর সামরিক ঘাঁটির গোলাবারুদ ডিপোতে আগুন লেগেছে। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিমিয়ান উপদ্বীপের কিরোভস্কে জেলার সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে আগুন লাগার ঘটনায় ২ হাজারেরও বেশি লোককে সরিয়ে নেওয়া হচ্ছে এবং কাছাকাছি একটি হাইওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে বলে ক্রিমিয়ার মস্কো-নিযুক্ত গভর্নর বুধবার জানিয়েছেন। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে ক্রিমিয়ার গভর্নর সের্গেই আকসিওনভ বলেছেন, ‘আগুন লাগার ঘটনার পর সেখানকার চারটি বসতির বাসিন্দাদের অস্থায়ীভাবে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। সেখানে ২ হাজারেরও বেশি লোক রয়েছে।’ অবশ্য ক্রিমিয়া উপদ্বীপের ওই সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডের কোনো কারণ জানানো হয়নি। তবে এই অগ্নিকাণ্ডের জেরে সেখানকার প্রধান টাভরিডি হাইওয়ে আংশিক বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।




এলএবাংলাটাইমস/আইটিএলএস