ইউরোপ

আন্তর্জাতিক নিরাপদ ও সাস্হ্যসম্মত কর্মক্ষেত্র দিবস উপলক্ষে আকবেট-এর কর্মশালা

২৮ এপ্রিল,২০১৬ “আন্তর্জাতিক নিরাপদ ও সাস্হ্যসম্মত কর্মক্ষেত্র দিবস” উপলক্ষে যুক্তরাজ্য ভিত্তিক সেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা ইউ কে বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট (আকবেট) শ্রমজীবি শিশুদের শিক্ষা ও জীবন-মানের উন্নয়ন প্রকল্পের আওতায় বঙ্গবীর রোড এলাকার ফ্যাক্টরী, ওয়ার্কশপে কাজে নিরাপত্তা ও সাস্থ সম্মত পরিবেশ  নিশ্চিত করার লক্ষে  এক কর্মশালার আয়োজন করে।

কর্মাশালায় কাজে যে কোন দূর্ঘটনা ঘটলে তার প্রাথমিক চিকিতসার  উপর প্রশিক্ষন প্রদান করেন পার্ক ভিঊ হাস্পাতালের চিকিতসক ডাঃ আনোয়ার সাদাত। কর্মশালা শেষে ৫০ জন ওয়ার্কশপ মালিকদের  ফার্স্ট এইড বক্স প্রদান করা  হয়।

উল্লেখ্য, আকবেট ঝুকিপূর্ণ কাজ এ নিয়োজিত শ্রমজীবি শিশুদের কাজে ঝুকি কমানো, শিক্ষা,সাস্হ্য ও পূনর্নবাসনের লক্ষে নগরীর উপশহর পয়েন্ট,মেহেন্দীবাগ,চালীবন্দর,নয়াগাও,বঙ্গবীর, কদমতলি এলাকায় প্রায় তিন শতাধিক শ্রমজীবি শিশু নিয়ে প্রজেক্ট চালিয়ে আসছে ।

কর্মশালায় উপস্থিত থাকেন  আকবেট এর নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আসাদুজ্জামান সায়েম, বঙ্গবীর রোড ব্যবসায়ী কমিটির সভাপতি জনাব আলকাছ মিয়া,সহসভাপতি জনাব শাহাবউদ্দিন,সাধারণ সম্পাদক জনাব জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আনোয়ার হোসেন,এমরান হোসেন ,মোঃ আব্দুল করিম, সালেক আহমদ,তাজুল হোসেন, কালাম আহমদ কালা,মোঃ মূসা মিয়া সহ প্রায় শতাধিক   ব্যাবসায়ীবৃন্দ এবং আকবেটের প্রগ্রাম সাপোর্ট মেনেজার ফাহমিদা তানিয়া,আকবেটের শিক্ষক ও ফিল্ড অরগানাইযার আবুল কালাম আজাদ, আব্দুস সালাম, মার্কিনী লানং, ফিন্যান্স ও এডমিন অফিসার ফজলে রাব্বি