ইউরোপ

ইউরোপের জন্য ‘সবচেয়ে বড় হুমকি’ চিহ্নিত করলেন ভ্যান্স

ইউরোপ বিদেশি শক্তির চেয়ে ‘ভেতর থেকেই সবচেয়ে বেশি হুমকির সম্মুখীন’ বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ভ্যান্স বলেন, ওয়াশিংটন যখন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি যুক্তিসঙ্গত সমাধানের প্রশ্নে ব্যস্ত, তখন ইউরোপে নিজেদেরই আরও বড় সমস্যা রয়েছে। তিনি বলেন, ইউরোপ সম্পর্কে যে হুমকি নিয়ে আমি সবচেয়ে বেশি উদ্বিগ্ন, সেটি রাশিয়া নয় বা চীন নয়। এটি অন্য কোনো বাইরের শক্তি নয়। ইউরোপীয় ইউনিয়নের মূলধারার রাজনৈতিক দলগুলো নিজেদের জনগণকে নিয়ে আতঙ্কিত। ভিন্নমত পোষণ করে 'ভুল তথ্য' বলে উড়িয়ে দেওয়ার ইউরোপী চেষ্টার সমালোচনা করেন তিনি। এছাড়া রোমানিয়ার নির্বাচন বিতর্ক ছাড়াও তিনি অভিবাসনবিরোধী অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) দলের কথা উল্লেখ করেছেন। এলএবাংলাটাইমস/এজেড