ফিচার

মানব সেবার জন্য দায়িত্ব কমালেন বিল গেটস

মানব সেবায় নিজেকে আরো বেশি নিয়োজিত করার জন্য মাইক্রোসফটের পরিচালকদের বোর্ড থেকে সরে দাঁড়ালেন কোম্পানিটির প্রতিষ্ঠাতা বিল গেটস। বিশ্বের অন্যতম সেরা ধনী বিল গেটস জানিয়েছেন, বিশ্বের মানুষের স্বাস্থ্য উন্নয়ন, শিক্ষা এবং জলবায়ু পরিবর্তন নিয়ে তিনি আরো কাজ করতে চান।

২০০৮ সাল থেকেই মাইক্রোসফটের কাজের সঙ্গে প্রতিনিয়ত জড়িত থাকতেন বিল গেটস । তবে এখন থেকে তাকে আর সেভাবে দেখা যাবেনা। জানা গেছে, বোর্ড থেকে সরে দাঁড়ালেও মাইক্রোসফটের নেতৃত্বে বিল গেটসই থাকছেন। এ বিষয়ে বিল গেটস বলেন, সবসময় আমার জীবনে এটি একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে। এছাড়া বিল গেটস যুক্তরাষ্ট্রের বহুজাতিক সমন্বিত বিনিয়োগয়ারী কোম্পানি বার্কশায়ার হ্যাথাওয়ের পরিচালক বোর্ড থেকেও সরে গেছেন।

ফোর্বস ম্যাগাজিনের দেয়া তথ্য অনুযায়ী, ১০৩. ৬ বিলিয়ন ডলার নিয়ে বিশ্বের ধনীদের তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন বিল গেটস । প্রথম অবস্থানে আছেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ।