ফিচার

রয়া চৌধুরীর কবিতা

এক অনন্ত মায়াবী ঘুম
রয়া চৌধুরী

আমি দেখেছি এনাকোন্ডা,দেখেছি মেডুসা,
আমি পালাচ্ছি, দৌড়াচ্ছি -
তেড়ে আসছে বিভৎস হুংকার,
আমি অবসন্ন, আমি শ্রান্ত,
আচমকা একটি অন্ধকার মুখ,
আমি হারিয়ে গেলাম,
হেরে গেলাম আমি,
পৃথিবীর রুপ হিংস্র আঁধার,
হয়তো বেঁচে গেলাম আমি,
কিছুটা ভয় তবুও,
কিছুটা সংশয়,
তবুও তো বেঁচে গেলাম আমি,
আমি জিতে গেলাম।
আমার চোখে এখন শান্তির তমসা নদী,
পৃথিবীর ক্লান্ত রাত নেই এখন আমার চোখে আর,
এনাকোন্ডার সেই অমানিশা পাকস্থলী আমার অনন্ত প্রশান্তি,
পৃথিবীর ভয়ংকর দুর্ধর্ষ রুপ,
মানুষের অবলুপ্ত মূল্যবোধ,
মানুষের মিথ্যা কপট অবয়ব,
আমার স্মৃতির পান্ডুলিপি কোথায় যেন হারিয়ে যায়!
তবুও তো এনাকোন্ডার পাকস্থলীতে তিমির রাত্রি ক্লান্তিহীন শান্তির নিঃশ্বাস;
আমার ঘুম,
অসীম অন্ধকারে এক অনন্ত মায়াবী ঘুম!