ফিচার

ছড়া-কবিতা


মনোবলমওদুদর রহমান তানভীর


জীবন নদী পাড়ি দাও তুমি
ছেড়ো না কভু হাল।
সম্মুখ পাণে এগিয়ে চলো
ছেড়ে দাও তোমার পাল।

বাধা বিপত্তি আসবে কতশত
ভয় পেলে হবে ক্ষত বিক্ষত।
ঝড় ঝাপ্টা আসুক যত
বিজয় আসবে কাছে ততো।

তুমি তারিক তুমি মুসা
তোমার নেই কোন শঙ্কা।
তমিস্রা শর্বরী  নির্জন পথে
ছোটে চলো দেহে বল রেখে।

তটিনী পাথার লহরী মাড়িয়ে
জলযান তীরে লও ভিড়িয়ে।
কলেবরে রাখো হিম্মত
তবে ফিরে পাবে মনোবল।