ফিচার

ছড়া-কবিতা


নদীর পানি
এম আর তানভীর


অথৈ গাঙ্গের পানি
কোন সুখে তুই ছুটে চলিস
কূলহারা কোন পথে?

তোর দু-কূল জুড়ে জেগে আছে
শতগ্রাম,হাজারো ঘড়বাড়ি
মাঝে মাঝে কেন তোর লুকোচুরি?
ভাঙ্গিস হাজার বসতবাড়ি।

তোর বুকে চলে কতো
রঙ বেরঙের তরী
দিবস-রাতি ছুটিস কোথায়?
কোন গন্তব্যহীন দেশে।

ঢেউয়ের পরে ঢেউ তুলে
করিস কতো সর্বহারা
কত স্বপ্ন বিলীন হয়
নেই কী একটু দয়ামায়া?

শহর বন্দর পথ পেরিয়ে
ছুটে যাওরে কোন সুদূরে?
কোন অজানা কোন সে পথে?
কী সুখ তুই পেলি খুজে?