ফিচার

কবিতা



কবি হতে আসিনিপারভীন আকতার


আমি কবি হতে আসিনি,
আমি শুধু আমার জীবনবোধের কথা
শব্দের আঁকরে লিপিবদ্ধ করেতে এসেছি।
আমি সভ্যতার এক ছোট কোণে জন্মেছি,
অবহেলার চাদরে মুড়িয়ে ফেলে রেখেছে কেউ যেন অহর্নিশ।

আমি রংধনুর প্রতিফলন দেখতে এসেছি,
এই পৃথিবীর মায়া কুঞ্জ নিভৃত পথচারীর বেশে।
সমাজ,দেশ তথা বিশ্বের অচলায়তনে
ঘুরপাক খাওয়া নব্য আর্যগোষ্ঠীর উপাস্য দেখবো বলে।

ওরা কারা? কী চায় ওরা?
ভাবনার ঊষা সনে প্রতিসরণের বাঁকানো পথ ধরে।
জানতে চাই প্রক্ষেপণ বেগ কতটা ওজোনস্তর ভেদ করে।
উন্মাদ কিশলয় অর্ণব মুখর হিমালয় অভিযানে চলে।

আমি তাই মনের কথা বলতে এসেছি,
জমে থাকা ধুলো,সভ্যতার উত্তরণে দিকপাল হতে চেয়েছি।
ছোট ছোট স্বপ্ন,উদ্ভাবনী দিয়ে পৃথিবী সাজাতে এসেছি।
হয়তো তেজ আলোতে বালুচর জাগবে প্রিয় রবি।

আজ আমি আত্মার কথা বলে যাবো,
ঘর্মাক্ত শরীরে বিশুদ্ধ কোমলপ্রাণ বেরিয়ে হাসছে বহুদিন পর।
চারদিকে প্রেম, ভালোবাসা আর বিশ্বাস আস্থার দেয়াল আমি।
নিকট ভবিষ্যৎ, ভালোবেসে শুধু সাঁই দিও আত্মা হতে স্বর্গ পানে।