ফিচার

কবিতা



পুষে রাখা ইচ্ছাকুসুমগুলিঅঞ্জলি দে নন্দী

যুগ যুগ যুগ ধরে
ওরা পোষা আছে
আমার গোপন অন্তরে।
চির পুরোনো চির নবীন ওরা
আমার অনন্ত জীবনের কাছে।
কখনও ওরা
কল্পনার অশেষ আকাশে ওড়ে,
কখনও বা অনুভবের হৃদয় ভূমিতে ঘোরে।
আমার পুষে রাখা ঐ
অসংখ্য ইচ্ছাকুসুমগুলি
আমি আপন হাতে তুলি
গাঁথি অশেষ মালা।
নিজেই নিজের কন্ঠে পড়ে রই।
আমার মনের বন্ধ ঘরের তালা
যা কখনোই যায় না খোলা
তার আঁধারে বসে
আমি পড়ে
ওই না শেষ হওয়া মালা
অপেক্ষা করি যুগ যুগ যুগ ধরে।
আমার হৃদয় ওকে দেয় দোলা।
কখনও ধৈর্যহারা হয় না ও সে।
তোমার অপেক্ষায় থেকে থেকে থেকে।
আমার পোষা অশেষ ইচ্ছা যত
সবই আছে তোমার মহিমা আলোয় ঢেকে।
তোমার দর্শনাপেক্ষা - ওদের অসীম পথও।