ফিচার

কবিতা



মুখোশরয়া চৌধুরী

"দ্বার বন্ধ করে রেখে ভ্রমটারে রুখি
 সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি?"
 যথার্থই বলেছেন, রবি বাবু
 মুখোশের যাদুতে সেজেছে সবাই
 খোলসের আড়ালে সুযোগ খোঁজে তাই
 মানুষ পারে না রাখতে প্রতিশ্রুতি ভাই।

 মুখে তাদের নীতিবাক্য
 কলমে ঝড়ায় বেদবাক্য
 আসলেই কি ধারণ করো
 চিত্তের গহীণে কোন মনুষ্যত্ব?

 কেন তবে পড়ে থাকে মিথ্যা মুখোশ
 অভিনয় যদি করতে না পারে সারাটা দিবস
 আপনাকে বড় করার তবে কেনো এত প্রয়াস?
 যতকিছুই করো, মানুষ কি করে তা বিশ্বাস?

 জেনো তবে উন্মুক্ত হবে একদিন সত্যের মুখ
 মিথ্যা আর কপটতার খেলায় জর্জরিত
 রঙ বেরঙের মুখোশের ইতিবৃত্ত।