ফিচার

'মৃত্যুর' ৪৫ মিনিট পর জীবিত হলো পর্বতারোহী!

ওয়াশিংটনের মাউন্ট রেইনার থেকে উদ্ধার হওয়া এক পর্বতারোহী 'মৃত্যুর' ৪৫ মিনিট পর আবার জীবিত হলেন। তার ব্যক্তিগত চিকিৎসক বিষয়টি নিশ্চিত করে বলেন, ৪৫ মিনিট পর্যন্ত তার হৃদপিণ্ড অকার্যকর ছিলো। মিচেল নাপিন্সকি (৪৫) গত সপ্তাহে মাউন্ট রেইনারে পর্বত আরোহণ করতে যায়। এক পর্যায়ে তাকে জ্ঞান হারানো অবস্থায় উদ্ধার করে উদ্ধারকর্মীরা৷ দ্রুত তাকে সিয়াটোলের হারবোরভিউ মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে ৪৫ মিনিট মিচেলের হৃদপিণ্ড অকার্যকর অবস্থায় ছিলো। হারবোরভিউ মেডিকেল সেন্টারের চিকিৎসক ড. জেনেলে বাদুলাক জানান, হাসপাতালে নিয়ে আসার পর মিচেলের হৃদপিণ্ড কাজ করছিলো না। তবে চিকিৎসকেরা চেষ্টা চালিয়ে গেলে ৪৫ মিনিট পর হৃদপিণ্ড আবার সচল হয়। তবে এটিকে আলৌকিক ঘটনা বলতে নারাজ ওই হাসপাতালের চিকিৎসকেরা। তাঁরা বলেন, এটা মিরাকল (কাকতালীয়) না, এটা সায়েন্স (বিজ্ঞান)। স্থানীয় গণমাধ্যম সূত্র জানায়, ওয়াশিংটনের স্থানীয় বাসিন্দা গত সপ্তাহে হাইকিং করতে যেয়ে ঠান্ডা আবহাওয়ার কবলে পড়ে। পরে তাকে নেভি উদ্ধারকারী টিম উদ্ধার করে। চিকিৎসকেরা বলেন, ঠান্ডায় জমে গিয়ে মিচেলের হৃদপিণ্ড অকার্যকর হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই সে জ্ঞান হারায়। পরবর্তীতে এক্সট্রাকোর্পোরিয়েল
মেমব্রেন অক্সিজিনেশন এর চিকিৎসা করলে মিচেলের জ্ঞান ফিরে আসে৷ এলএবাংলাটাইমস /ওএম