ফিচার

কবিতা

বন্ধু মানে
লায়লা পারভীন কেয়া   বন্ধু মানে আমার কাছে স্বচ্ছতা
ঠিক যেন জলের এপাশ থেকে ওপাশ।
বন্ধু মানে আমার কাছে নির্ভরতা
ঠিক যেন নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা মায়ের কোল।
বন্ধু মানে আমার কাছে এক পশলা বৃষ্টি
ঠিক যেন প্রখর রৌদ্রকে বুড়ো আঙ্গুল
দেখিয়ে হটাৎ ঠান্ডা হাওয়া।
বন্ধু মানে আমার কাছে মনের কপাট খোলা
ঠিক যেন বলতে না পারা কথাগুলো
অবলীলায় বলা।
বন্ধু মানে আমার কাছে জিতে হেরে যাওয়া
ঠিক যেন তার খুশির জন্য নিজকে সপেঁ দেওয়া।বন্ধু মানে আমার কাছে পাথর সরিয়ে দেওয়া
ঠিক যেন বুকের শতকষ্ট গুলো সযত্নে নিজের করে নেওয়া।
বন্ধু মানে আমার কাছে এক চিলতে রৌদ্দুর
ঠিক যেন ঘন অন্ধকারে আলোর পরশ পাওয়া।বন্ধু মানে আমার কাছে দুরন্ত ভালোবাসা
ঠিক যেন ফুলের গন্ধে ভ্রমরের ছুটে আসা।
বন্ধু মানে আমার কাছে জোৎস্না ভেজা
গল্প বলা মিষ্টি রাত।
বন্ধু মানে আমার কাছে বিশ্বস্ততা,
ঠিক যেন চোখ বন্ধ করলেই
নিজকে দেখতে পাওয়া।