ফিচার

কবিতা

বিজয়ী লাল সূর্য
পারভীন আকতার  
একটা দিন আসে
চারদিকে আলোক ছড়িয়ে।
সবুজ পাতার আড়ালে
অহর্নিশ রক্তিম আভায় জ্বলে উঠে।

একসময় মনে হতো
পাক দের জ্বালাতনে ডুববে কবে রবি?
মুহুর্তের তীব্র দহনে পুড়ে যেতো
সারা শরীরের লোমকূপ।
দীর্ঘ নয় মাসের অস্ত যাওয়ায়
তোমায় আশায় বুকে বাধঁতাম।
পরের দিন নিশ্চয়ই আমার হবে
সূর্যটা উঠবে প্রিয় স্বাধীন দেশে।
বাংলাদেশ কতটা ত্যাগে বিসর্জনে
কঠিন ইস্পাতসম হয়েছে দেখলে!

কতগুলো মানুষ প্রাণ দিয়ে এনেছে
একটি লাল সূর্য নিজের করে পেলো।
ষোলোই  ডিসেম্বরে উঠা
 সূর্যের রং একটু ভিন্ন রকম,
বড্ড মায়াময় আবেগের।
বিজয় উল্লাসের প্রতিমূর্তি।
তখন মনে হয়
এই স্বাধীন বাংলাদেশে
সূর্যটা আমার দেশের শুধু।
আজ আরো কারো জন্য নয়।

সারাদিন রবির কিরণে
মন ভরে যাই
সবকিছুতেই বিজয়ের স্বাদ।
শয়নে স্বপনে বিজয় পতাকা
সুউচ্চ আসনে সমীসীন।
আমাদের প্রিয় বাংলাদেশে
বিজয় দিবসের লাল সূর্য
পৃথিবীময় আলোক ছড়াক।