ফিচার

কবিতা

বিষাদে ছেঁয়ে থাকে মন
এলিনা মিতা

নিশব্দে কেটে যায় কত রাত
স্পর্শবিহীন কত মূহুর্ত!
নিশ্বাস বন্ধ হয়ে যাওয়া প্রহর,
ফুস ফুস বাতাসে  ভরে বেলুনের মত ফুলিয়ে
নাভিমূল প্রচন্ড জোড়ে চাপ দিয়ে চিৎকার করা
কত দুপুর এমনি চলে যায়-
চাঁপা কান্নায় মাথার শিমুল তুলোর বালিশ
ভিজিয়ে যায় কত কত অশ্রুজল!
সংসারের সবকিছুই নজরে তোমার,
পান থেকে চুন খসলেই কি উদবেগ
তোমার অদেখা রয়ে যায় আমার দহন-
তুষের আগুনে পোড়া ছাই হয় দৃষ্টিগোচর;
শুধু নির্লিপ্ত আমার বেলায় ?
আমার চোখের ভাষা আজ অজানা,
অথচ একদিন এই চোখে দেখেছো বিশ্ব।
আমার ঠোঁটের হাসি আজ নিষ্প্রান,
কিন্ত এই হাসিতেই একদিন হয়েছিলে নিস্ব।
ভাবলেশহীন অনূভুতিতে আজ আমি অভস্ত্য,
তবুও বিষাদে ছেঁয়ে থাকে মন,
জানিনা কবে আবার ফিরে পাবো;
সেই পুরাতন জীবন।।