ফিচার

কবিতা

    দেবী
মোহাম্মাদ জাহিদুল হক সিমন
 
তোরে আমার দেবী ভাবি
ভাবি না কোন নারী
করি আমি আরাধনা
জানে অন্তর্যামী।

কেয়া বনের দেবী তুই
ইচ্ছে করে একটু ছুঁই

প্রভাত বেলার পূজার ছলে
ডুব দিতি তুই পদ্ম জলে

একটু তোরে দেখতে পেলে
মন যে আমার কেমন খেলে

পদ্ম রাগে আপন ভুবন
সাজে নতুন করে
সাজব আমি তোর সাথে
কেয়া ফুলের রঙ৷