ফিচার

পারভীন আকতারের কবিতা

  আমি একুশের পথে চলি
পারভীন  আকতার
আমি আজন্ম বুনো ঘাসের ডগায় শিশিরভেজা
পথে চলি।ঘর্মাক্ত শিশির কণার সুখ চরণ লুকে।
আমার অহমিকায় মেঠো রঙা হলদে পাখিরাও
বাংলা কথা বলে!বাংলা আমার অহংকার।

শরতের ঝিলে আকাশের ভাঁজের মেঘের পেখমে দস্যি হয়ে উড়ে ঘন অতিথির ঝাঁক!
চলন বিল,হাওরের উৎ করা বাঁশের কঞ্চিতে
বসে বাংলায় মাঝি মাল্লার গান শুনে।
হাজার মাইল পাড়ি দেয়া অচিন বিলের সাথে
শাপলা শালুকের কানামাছি খেলাতে!
বাংলা ভেসে বেড়ায় একুশের শহীদ মিনারে।
খালি পায়ে প্রভাত ফেরী করে বাংলা মর্ত্যলোকে।পিছু পিছু ভাষা শহীদের আত্মা!

একুশের দীর্ঘ পথে কুমির ডাঙ্গায় বাঘের যুদ্ধ!
আইয়ুব খানের মাতমে উর্দু বাজার শংকিত।
অধিকারহীন বাঙালির আঁতুড় ঘরে আগুন।
এবার আর নয়, পথ শেষের পথে চলি !
রাষ্ট্র ভাষা বাংলা চাই,আমার ভাষা তোমার ভাষা
বাংলা ভাষা,বাংলা ভাষা। কব্জা করেছে পাকিস্তান, আইয়ুব খানের মস্তকে আগুন।
ঢাকার রাজপথ রক্তে রাঙিয়েও আজ
বাংলা মানচিত্র পেরিয়ে বিশ্ব জয়ে কথা বলছে।
গভীর ভালোবাসা আর অহংকার নিয়ে
তাই আমি আজো একুশের পথেই চলি।
বুকে,মুখে আর শ্বাস-প্রশ্বাসে বাংলায় কথা বলি।