ফিচার

কবিতা

  বুঝতে নারি ?
একেএম শরফুদ্দিন
 

জীবন এমনি আমরা তাকে
কেন যেন বুঝতে নারি
চলার পথের অনেক না বলা
অস্ফুট বাক্য দুঃস্বপ্নের বারি
বইয়ে দিয়ে জীবনকে
করে বড়ই বেদনার আধার
যাতনায় হৃদয় অকুল পাথার।

তাই হৃদয়ে ধারণে অসমর্থ
চিত্তহরণকারীর নিঃশব্দ
পদচারণায় দূর পথের বাঁকে
নীলিমায় বিলীন হয়ে
যাওয়া না বলা বেদনায়
আঁখির গোপন অশ্রু বারিতে
জীবন যুদ্ধের পরাজিত

সৈনিকের ন্যায় নত মস্তকে
তার ওই ধীর গমনের দূর
পথের যাত্রাকে বিষন্ন
চিত্তে হৃদয়ের গহীনে
করি তার শুভ কামনা।