ফিচার

ছড়া-কবিতা

    একুশের গান
গোলাম আযম
একুশ আমার বক্ষে ধারণ
নিত্য করি পাঠ,
সবুজ শ্যামল বৃক্ষে ঘেরা
প্রকৃতিরই মাঠ।

একুশ আমার বাংলা মায়ের
আধো আধো বোল,
চোখ জুড়ায় তার মিষ্টি হাসি
পেয়ে মায়ের কোল।

একুশ আমার নীল গগনের
জোছনা মাখা চাঁদ,
সুপেয় ঐ জল ধারায়
কী নিদারুণ স্বাদ।

একুশ আমার মায়ের আঁচল
শান্তি সুখের ঘুম,
দূর থেকে ঐ সূর্যিমামা
দেয় যে এসে চুম।

একুশ আমার তপ্ত রোদে
ঝলকিয়ে ঠিক ওঠে
মরুর মাঝেও নব যৌবন
সে মূহুর্তেই ফোটে।

একুশ আমার ছোট্ট খোকার
বাংলা বর্ণমালা,
মায়ের কোলে বসে করে
অ ক নিয়ে খেলা।

একুশ আমার একুশ তোমার
রবের সেরা দান,
একুশ এলে গায় যে সবাই
মিষ্টি সুরে গান।