ফিচার

কবিতা

  আপন পর
পারভীন আকতার

মানুষের মাঝেই মানুষ খুঁজি
কে আপন কে'বা পর,
সন্ন্যাসী মুসাফির রঙিন বেশে
খুঁজে আপন ঘর।

দরবেশের বেশে দ্বারে পোক্ত
হাত বাড়ায় দরদী,
কিসের লাগি কাঁদো দে'য়ায়
ভাসিয়ে বর্ষা নদী!

মনোহরা হৃদয়াবেগ ঝরে
শিশির মুক্তার মালা,
আপন মানুষ পরাগ মাখে
পর হয়ে দেয় জ্বালা।

ঠকবাজারে টকফলে ভরা
অস্পৃশ্য হৃদ্যতার গল্প,
আপন পর মুখোশের আবরণে
অন্তরে প্রেম খুব অল্প।

মায়ার সংসারে তবুও মানুষ
আপন খুঁজে বেড়ায়,
পরকে আত্মায় বসত দিয়ে
জীবনে শান্তি ভরায়।

জগতেই আছে সমস্যা যত
বিজ্ঞতায় সব সমাধান,
মানুষের তরে মানুষ রবে
কল্যাণে মহী দীপ্তিমান।