ফিচার

কবিতা

    জীবন ভাবনা
এ.কে.এম.শরফুদ্দিন  

জীবনে ছিল অনেক তো চাওয়ার
শত প্রয়াসে মেলেনি অর্ধেক তার।

চেয়েছিলাম অনেক কিছু হতে
পারলাম না কিছুই করতে।

যা পেয়েছি তা হয়তো শ্রেষ্ঠ
আমার কাছে নয় তা যথেষ্ট।

ভেবেছি করবো মানব কল্যাণ
আশা বাড়বে তাতে আমার মান।

তবুও চেষ্টায় হবো না শান্ত
অবসানে তা হবে ক্ষান্ত।

চাইনা আর আশার বাঁধ ভাঙ্গতে
হবো বিলীন এমনি চলতে চলতে।