ফিচার

ভাষা শহীদদের প্রতি অভিনব চিঠি

প্রিয় বাংলা ভাষা, তোমাকে মায়ের মতই ভালবাসি। জানি তুমি খুব বেশি ভাল নেই। তা জেনেই তোমাকে চিঠি লিখলাম কারণ তোমাকে জানাতে চাই যে আজীবন তোমাকে একই ভাবে খুব করে ভালবেসে যাবো। তাই তোমার মন খারাপের কোন কারণ নেই। ছয় দশক আগে তোমাকে বাঁচাতে শহীদ ভাইয়েরা প্রাণ দিল। তাই আজও তুমি আমাদের হয়ে আছো। তুমি শঙ্কামুক্ত থাকো তাদের মতো আমরাও তোমার কিছু হতে দেব না। প্রয়োজনে আবারও ভাষা সৈনিক হব। জানি তুমি ভয় পাচ্ছো যদি ভবিষ্যৎ প্রজন্ম তোমায় বিকৃত অবস্থায় খুঁজে পায়। তুমি শঙ্কামুক্ত থাকো তা হতে দেব না। জানো তো মানুষ দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয় না।তাই বার বার তুমি আঘাত পাচ্ছো ।আচ্ছা, আরেকটি কথা বলা হয়নি। মা থেকে দূরে থাকতে যেমন অনেক কষ্ট হয় তেমনই তোমার থেকেও দূরে থাকতে পারি না। বাংলা একটি লেখাকে অনুবাদ করছিলাম, ইংরেজিতে। আর প্রতিটা শব্দে তোমাকে অনুভব করছিলাম। আর বুঝতে পারছিলাম কতটা ভালবাসি তোমায় । শব্দগুলো রুপান্তর করছিলাম কিন্তু অর্থ থাকলেও তাতে অনুভুতি খুঁজে পাইনি। তুমি ছাড়া আমি যে অর্থহীন। তুমিই তো আমার অনুভূতি। ভাল রাখতে চাই তোমায়। আশা করি আর ভয় পাবে না। এত ভালবাসি জেনে মন হয়তো আর খারাপ থাকবে না। মনে রেখো তুমিই তো আমাদের প্রাণ। তোমার প্রিয়, আজকের ও আগামীর ভাষা সৈনিকেরা।