ফিচার

কবিতা

    ভালোবাসার সাম্পান
লায়লা পারভীন কেয়া
নির্ঘুম রাত অধীর আগ্রহে বসে থাকা
কখন ফুরাবে যামিনী
তারপর হবে তোমাতে আমাতে দেখা।

 

একদিন না দেখলেই, অস্থির মন
থেকে থেকে অফুরন্ত ব্যাকুলতা।

 
যখন হতো দেখা-
মনে হতো নিস্প্রান দেহে
পেয়েছি আমরা জীবনের পূর্ণতা ।

 
অথচ আজ ?
কালের স্রোতে হারিয়ে গেছ তুমি
সময়ের বিবর্তনে -
কালের গর্ভে বিলীন হয়েছি আমি।
 

তোমায় দেখিনি আজ হতে ৩২টি বছর
তুমিও দেখোনি আমায়।
 

অথচ এই সময়ের ব্যাবধানে
দূরত্ব আনতে পারেনি
তোমার- আমার মনে।

 
বরং আরও বেশি এনেছে নিকটে
তবে কি এই বিশাল শূন্যতায়
তরঙ্গমালায় তোমার আমার ভালোবাসা
একই সাম্পানে চড়ে ভাসছে ?