ফিচার

পারভীন আকতারের কবিতা

    রক্তক্ষরণ কলেবর পারভীন আকতার


আমি কোন কাব্য লিখে;উপন্যাস রচে,
পঞ্চপান্ডব হতে চাই না।
আমার ন্যায়বোধে,সত্যলোকে চিরন্তন
মন্ময় তন্ময় লিখতে থাকি।
আমি আত্মার কথায়;মনের ধুলো মুছে,
জমা খরচের খাতা শূন্যে নামায়।
সাদা তকতকে ঝকঝকে;সাফ করি নিজেকে।
মনের আচ্ছাদন বিরহে;হর্ষ বর্ধন করি।

দরদ দিয়ে সমাজ আয়নায় নিজেকে দেখি।
কলমের কালিতে পৃথিবীর শান্তি খুঁজি।
না হোক প্রতিষ্ঠা আমার লেখায়;আমি দায়মুক্ত।
আমি তো বলেই যায়,পরিবর্তন অনুবাদ।
অনুধাবন সে তো তোমাদের বিষয় আশয়!

আমি কোন ব্যাকরণ বাঁধা নির্মাণে,বিশ্বাসী নই।
ইচ্ছেমতো লিখে;ক্ষার,উত্তাপ বন্ধ করি।
আমি আমার জন্যই লিখি,বাতাস হালকা করি।
তোমাদের সাথে মিলে কারণ আমিই তোমরা!
আমার ভাবনায় তোমরাও জাগ্রত সহযোদ্ধা!
আমি লিখতে থাকি;রাত জাগা পাখি।
অক্ষরে গোপনে পুঁতি জল কামান।
সুখের গোলাবারুদ;জীবন নদে ঘূর্ণি ঘুরিয়ে।

আমি লিখে শব্দের মায়াকাননে শান্তি পাই,
এইটুকু বুঝি কলমই আমার শেষ আশ্রয়স্থল!
জমাট শব্দমালা বের করেই আমার প্রশান্তি।
ছন্দ,তান,শব্দের ব্যকুলতায়; গুছিয়ে দেয়া।
শেষটুকু জানি,আমার শব্দ সন্তানরা;
হৃদয়ের কষ্ট,রক্ত ক্ষরণ;কান্না থামাতে জানে।
সুখপাঠ্য হয়ে উন্মুক্ত কলেবরে শ্বাস নেয়।
নিষ্প্রভতা হেলানে; উচ্ছ্বসিত আশা ঊষায়।