ফিচার

আমেরিকার সবচেয়ে বয়স্ক নারী যিনি

আমেরিকার সবচেয়ে বেশি বয়েসী বাসিন্দার স্বীকৃতি অর্জন করলেন নেবারাস্কার একজন নারী। উনার বয়স হয়েছে ১১৪ বছর। বেঁচে থাকা আমেরিকানদের মধ্যে তার বয়স এখন সবচেয়ে বেশি। তার নাম থেলমা সুটক্লিফ। তিনি জানান, করোনা মহামারি শেষ হলে তিনি সবার আগে বন্ধুদের সাথে খেতে যেতে চান। জেরেন্টোলজি রিসার্চ গ্রুপ জানায়, এপ্রিলের ১৭ তারিখের পর হেস্টার ফোর্ড নামের একজন ১১৫ বছর বয়সে মারা যান। এরপরই থেলমা সুটক্লিফ আমেরিকার সবচেয়ে বয়স্ক নাগরিক ও পৃথিবীর ৭ম প্রবীন বাসিন্দা হয়ে যান। থেলমা সুটক্লিফ ১৯০৬ সালের অক্টোবরের ১ তারিখ জন্মগ্রহণ করেন। তার দীর্ঘদিনের বন্ধু লুয়েলা মেসন জানান, থেলমা সুটক্লিফ বর্তমানে সিনিয়র লিভিং সেন্টারে আছেন। থেলমা জানান, 'তিনি করোনার পর নিজের ইচ্ছা অনুযায়ী ঘুরতে ও খেতে চান'। জানা যায়, থেলমার দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তি কিছুটা ক্ষীণ হয়ে এলেও তার স্মৃতি এখনো তীক্ষ্ম রয়েছে। তিনি করোনার টিকাও প্রথম দিকেই গ্রহণ করেন। এলএবাংলাটাইমস/ওএম