ফিচার

কবিতা

    ওঠা নামা
জয়ীতা চ্যাটার্জী
যে ভাবে ব্যক্তির দাবীতে,
পিপাসায় সাম্রাজ্য ভেঙে গিয়ে গড়ে ওঠে অমল কোনো রাজনীতি,
ও ভাবে ঠিক কেউ কথা বলতে পারে না হঠাৎ করে,
সিঁড়ির বাঁকে, অন্ধকারে উজ্জ্বল সময় স্রোতের অনুমিতি।
সে স্রোত আজ আর শতাব্দীর জন্য নয়, পঙ্গপালের মতো তারা ঝরে পড়ে চরে,
স্বস্তিহীন নিশ্বাস গন্ধ পোহায়, আলো গুনে নিতে নতুন কোনো দরে।
নব প্রস্হানের দিকে হৃদয় চলে, ছটফটায়,
চাই না আর নতুন উড়ান
তবু অকস্মাৎ আরও এক আভা পৃথিবীর এই ধৃষ্ট শতাব্দীতে,
তুমি রয়ে গেছ  হৃদয়ে নয়, হৃদয় হয়ে, হয়ে পাহাড়ে চূড়া।।