ফিচার

কবিতা

    একই আকাশ
অমিতাভ সরকার
নদী পাহাড় বনই যখন মেশে,
মালভূমি সব শুধুই মেঘে ঢাকা।
নদীর জলও বাড়ী ছেড়ে একা।
সবার এখন ওড়া মেঘের দেশে।

তবুও সবাই এক আকাশের নিচে।
কাজের টানে নদীও তার পিছে।
জীবনধারা এমনি সে তো বয়।
বাতাস সে তো একইরকম রয়।