ফিচার

কবিতা

  স্বপ্ন দিয়ে সাজাই কান্না দিয়ে ধুই
লিটন রাকিব


কুয়াশারোদে হাঁটতে হাঁটতে
নিজেকেই নিজের অচেনা হয়ে ওঠা।
শূন্যতার মাঝে ঠিক কতখানি স্রোত
বোঝার জন্য ততখানিই নিঃস্ব হতে হয়।

অজস্র মানুষের জন্য অজস্র মানুষের ভেঙে যেতে থাকা।
ভাঙা আর গড়া,  গড়া আর ভাঙা..
শেষান্তে পড়ে থাকে সাদা আর কালো
তবুও তো আলো!