ফিচার

কবিতা

  ভাগ্যবিধাতা
পীযূষ কান্তি সরকার
পরীক্ষিৎ - এর জীবনাবসান সর্পদংশনে
তাই
জন্মেঞ্জয় শুরু করেছিলেন সর্পযজ্ঞ --
পৃথিবীর বুক থেকে সর্পকূল নিশ্চিহ্ন করার
বীভৎস প্রয়াস তাঁর
সাগরে বিসর্জন দিয়েছিলেন বেদব্যাস।

ইহুদি কন্যা স্তেফানি
প্লিজ শুনছেন !
বিশ্বত্রাস খলনায়ককে --
যদি বাঁধতে পারতেন বাহুডোরে
সৃষ্টি হত না এই জ্বালানির মাধুকরী !
কনসেনট্রেশন ক্যাম্পগুলিতে
হত না শ'য়ে  শ'য়ে মানবদহন ।
হে স্তেফানি --
হয়তো স্বপ্নেও ভাবেন নি
আপনিই ছিলেন
পাঁচকোটি মানুষের ভাগ্যবিধাতা।