ফিচার

কবিতা

  বদলে যাচ্ছে সব
অমিতাভ হালদার


দিন দিন বদলে যাচ্ছে সব,
বদলে যাচ্ছে মাঠ, সবুজ ঘাস,
বদলে যাচ্ছে বেদনা বুকের গভীরে,
মানুষ বদলাচ্ছে
কারণে অকারণে,জীবন বদলাচ্ছে
শুধু জীবনের জন্য ৷
আমার দেয়া সেই পুরোনো নামটাও
বদলে গেছে অনায়াসে ৷

অভাবের কোনো অন্ত নেই
স্বপ্নের অভাব,ভাবনার অভাব ৷
আর কতোদুর পালাবো নিজের থেকে?
কতোটা দুরে গেলে ভুলে থাকা যায়?
তবু বিষন্নতা উকিঁ দেয়,
আবার পালাই, লুকিয়ে থাকি,
দেখা যাক কতোটা পারি !  কতোটা পারি !

ব্যস্ততা  ! ভিষণ ব্যস্ততা বেড়েছে খুব ৷
নিঃসঙ্গতায় ফেরারি মন হয়েছে নিরস ৷
তুমি বলেছিলে,পুড়ঁতে হলে নাকি আগুন নয়
কেবল সম্পর্কই যথেষ্ট ৷
তখনো আমি বুঝিনি এই ভাবে কথাটাকে
এতো কঠিন ভাবে বাস্তবায়ন করে দেখাবে ৷

নিঃশব্দেও আর্তনাদ করে পানকৌড়ি
বিভৎস শব্দে সে কি মৃত্যুর মতো যন্ত্রনা  !
আজ আমিও  হয়েছি পানকৌড়ি
সে এক অন্য রকম গল্প এখন,
বাচাঁর ইচ্ছে নেই তবু যেনো এ বেচেঁ থাকা ৷
তবুও আড়াঁল করে নিজেকে রাখি,
দেখা যাক কতোটা পারি  !  কতোটা পারি  !