ফিচার

বিজয়ের ছড়া

  বিজয় দেখবে খোকা
পারভীন আকতার

খোকা গেল চাঁদের হাঁটে
দেখবে বলে বিজয়,
মা বলেন,"বাবা আমার
তুইতো আমার জয়।"

খোকা বলে,"দেখে এলাম
হাঁটে নতুন পতাকা,
মাগো আমায় এনে দাওনা
বাবার স্বপ্ন স্বাধীকা।"

হানাদারের নিষ্ঠুর গুলিতে
জীবন দিল বাপ,
বাংলার পতাকা বুকে গর্বে
ছিল না কোন অনুতাপ।

সেই খোকা বড় এখন
দেখতে চায় বিজয়,
এসো সবাই আনন্দে মাতি
বাংলাদেশ চির অক্ষয় ।