ফিচার

কবিতা

    শীতকাব্য
বিচিত্র কুমার

শীতের সকাল যায় না দেখা ঐ ছোট্ট গ্রামটা,
শিশির ঝরে ঠান্ডা লাগে বের হয়ে যায় যেন দমটা।
কেউবা জ্বালায় খড়কুটা কেউবা শীতে কাঁপে
সূর্য মামা দেয় না দেখা সবাই তাকে শাপে।

পাখিগুলোও আগের মতো আর জাগে না ভোরে
রসের হাঁড়ি হাতে নিয়ে কেউবা ফিরে ঘরে।
কৃষক মুখে শোনা যায় দুঃখ সুখের গান
ঘরে ঘরে পিঠাপুলি শীতেই মাতে প্রাণ।