ফিচার

কবিতা

  একুশের চেতনা
বিচিত্র কুমার

একুশ আমাদের জাগ্রত চেতনা
এগিয়ে যাওয়ার প্রেরণা,
একুশ মায়ের দুঃখ বেদনা
একটি জাতির উদ্দীপনা।

একুশ আমাদের দমকা হাওয়া
বাহান্নর ঘুর্ণিঝড়,
একুশ মানে বদলে যাওয়া
আকাশ পাতাল তেপান্তর।

একুশ আমাদের প্রথম বিদ্রোহ
জলে ভাসা নীলপদ্ম,
একুশ মানে শপথ নেয়া
পদ্য আর গদ্য।

একুশ আমাদের রক্তে কেনা
মায়ের মুখের ভাষা,
একুশ মানে বাঙালির অধিকার
একাত্তের স্বাধীনতা।

একুশ আমাদের ভাইয়ের স্মৃতি
ফেব্রুয়ারির গান,
বিশ্ব মানচিত্রে রক্তে লেখা
বাংলা অভিধান।