ফিচার

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - ''এইচএসসি ২০২৪''

অধ্যায় ২
৮৪. WiFi–এর ক্ষেত্রে প্রযোজ্য— i. ফুল ডুপ্লেক্স মোড ব্যবহৃত হয় ii. কেব্​লের প্রয়োজন নেই iii. কাভারেজ এরিয়া ৫০ থেকে ২০০ মিটার নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii ৮৫. নিচের কোন নেটওয়ার্ক ব্যবহারের জন্য লাইসেন্স বা কর্তৃপ​ক্ষের অনুমোদনের প্রয়োজন হয়? ক. ওয়াইফাই খ. ওয়াইম্যাক্স গ. মোবাইল নেটওয়ার্ক ঘ. ব্লুটুথ ৮৬. নিচের কোনটি WiFi–এর IEEE স্ট্যান্ডার্ড? ক. 802.11 খ. 802.15 গ. 802.16 ঘ. 802.17 ৮৭. DSL–এর পূর্ণ রূপ কী? ক. Digital Subscriber Link খ. Digital System Link গ. Discrete Subscriber Line ঘ. Digital Subscriber Line
৮৮. WiMAX–এর পূর্ণ রূপ কী? ক. Wireless Maximum খ. Worldwide Interoperability for Microwave Access গ. Worldwide Internet for Microwave Access ঘ. Worldwide Internet for Maximum Access ৮৯. নিচের কোনটি WiMAX–এর IEEE স্ট্যান্ডার্ড? ক. 802.11 খ. 802.15 গ. 802.16 ঘ. 802.17 ৯০. কোনটি WiMAX বেজ স্টেশনের কাভারেজ এরিয়া? ক. 10 থেকে 20 মিটার খ. 10 থেকে 50 কিলোমিটার গ. 50 থেকে 80 কিলোমিটার ঘ. 100 থেকে 200 কিলোমিটার ৯১. জন্মলগ্ন থেকে বর্তমান পর্যন্ত মোবাইল ফোন কয়টি প্রজন্মে বিভক্ত? ক. 2টি খ. 3টি গ. 4টি ঘ. 5টি ৯২. কোন কোম্পানি প্রথম সেলুলার ফোন উৎপাদন শুরু করে? ক. NOKIA খ. NTC গ. NTTC ঘ. ALCATEL সঠিক উত্তর অধ্যায় ২: ৮৪.ঘ ৮৫.খ ৮৬.ক ৮৭.ঘ ৮৮.খ ৮৯.গ ৯০.গ ৯১.ঘ ৯২.গ এস কে এম মোজাম্মেল হক, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা এলএবাংলাটাইমস/আইটিএলএস