ফিচার

বিভিক্ত সিলেট এবং অবিভক্ত ভালোবাসা

তোমার দুঃখ তোমার থাকুক আমার দুঃখ আমার
মাঝখানে যে বরাক নদী বড় বেশী ফারাক।
 
তোমার মেঘে  বৃষ্টি হলে আমার নামে ঢল
উজান গাঙে আটকে থাকে মাঝির চোখের জল।
 
ওপারেতে কেমন আছো জানতে ইচ্ছা  করে
দুঃখের ভাগি হবার ভয়ে আশটি গুমরে মরে।
 
বাপদাদার স্মৃতি ঘেরা বুন্দাশীল গ্রাম
যাওয়া হয়নি কস্মিনকালে অপূর্ণ তাই প্রাণ।
 
ওই দেখা যায়  তোমার উঠান
সুবাস পাঠায় তোমার বাগান
কণ্ঠে শুনি  ভাটিয়ালি গান সদাই আসে ভেসে
তবুও আমরা ভিনদেশী আজ রাজার দন্ডাদেশে।
 
হোক বিভাজন মিলবো মোরা শুধুই ভালোবেসে
কালের সাক্ষী রেখে।